অধ্যক্ষের বাণী
জনগন হলো সম্পদ। আমাদের দেশের বিশাল এই জনগোষ্ঠীকে যদি যথাযথ প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে গড়ে তোলা যায় , তাহলে এই সকল জনগোষ্ঠী জনসম্পদে পরিনত হবে। আমাদের দেশ হবে বিশ্বের অন্যতম একটি জনসম্পদের দেশ। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীই জেনারেল পড়াশুনায় আগ্রহী, তারা কারিগরি শিক্ষাটাকে জীবনে সফলতার জন্য গ্রহন করতে অনাগ্রহী। সেক্ষেত্রে দক্ষ করে গড়ে তুলতে হলে কারিগরি শিক্ষা ছাড়া অন্য কোনো বিকল্প উপায়ও নেই। তাই আমরা যেটা করতে পারি, আমাদের শিক্ষার্থীদের জেনারেল পড়াশুনার পাশাপাশি তাদেরকে বাধ্যতামূলকভাবে যেকোনো একটা বা দুইটা বিষয়ের উপর কারিগরি শিক্ষা দিয়ে দক্ষ করে গড়ে তুলতে পারি। যেমন- একটা ছেলে মাষ্টার্স পাশ করলো, পাশাপাশি সে ইলেক্ট্রিক প্রশিক্ষণ গ্রহন করে একজন দক্ষ ইলেক্ট্রেশিয়ান হলো। তাহলে কিন্তু সে বেকার থাকলো না, দেখা যাবে সে যদি চাকরি নাও পায় , তাহলে সে তার জেনারেল পড়াশুনার মাধ্যমে অর্জিত মেধা দিয়ে ইলেক্ট্রেশিয়ান কাজের উপর একজন উদ্যোক্তা হতে পারবে। এভাবে দক্ষ হওয়ার মত হাজারো কাজ বর্তমানে আমাদের দেশে রয়েছে। জনগনকে বিভিন্ন কাজের উপর দক্ষ করার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে অসংখ্য পদক্ষেপ গ্রহন করেছে। সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন কাজের উপর প্রশিক্ষণ প্রদান করছে সরকারের বিভিন্ন প্রকল্প। তাই আমার অনুরোধ থাকবে, আপনাদের ছেলে-মেয়েদের কারিগরি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বুঝাবেন এবং যারা জেনারেল লাইনে পড়াশুনা করে তাদেরকে পড়াশুনার পাশাপাশি অন্তত একটা কাজের উপর হলেও দক্ষ হতে বলবেন। বিশ্বের উন্নত দেশগুলোতে কারিগরি বা হতে-কলমে শিক্ষাই অধিকাংশ শিক্ষার্থীর প্রথম পছন্দ।
মোঃ মিরাজ খান (এমবিএ, এলএলবি)
অধ্যক্ষ, ইউনিকেয়ার হেল্থ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, বরিশাল।
চেয়ারম্যান, ইউনিকেয়ার ইনোভেশন একাডেমি
চেয়ারম্যান, ইউনিকেয়ার প্যাশেন্টস সার্ভিস লিমিটেড
মাষ্টার ট্রেইনার (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ)