Unicare Health and Technical Training Institute Barishal

আমাদের সম্পর্কে

ইউনিকেয়ার হেল্থ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট,বরিশাল।

ইউনিকেয়ার হেল্থ এন্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট একটি দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (কোড-৪২১৮০) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (কোড- STP-BAR-000446) অনুমোদিত সম্পূর্ণ অরাজনৈতিক একটি বেসরকারি প্রতিষ্ঠান। দেশের বিশাল এই জনগোষ্ঠীকে বিভিন্ন ট্রেডের উপর প্রশিক্ষণ প্রদান করে দক্ষভাবে গড়ে তুলতে অত্র প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণকৃত শিক্ষার্থীদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অত্র প্রতিষ্ঠান বদ্ধ পরিকর।

আমাদের লক্ষ্য

আমাদের দেশের সকল শিক্ষার্থীদের (জেনারেল, কারিগরি, মাদ্রাসা, উন্মুক্ত ইত্যাদি) কমপক্ষে একটা কাজের উপর হলেও দক্ষ করে গড়ে তোলা। 
rawpixel-799380-unsplash.jpg

আমাদের উদ্দেশ্যঃ

দেশের বিশাল এই জনগোষ্ঠীকে বিভিন্ন কাজের উপর প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে গড়ে তুলে জনসম্পদে পরিনত করা