Unicare Health and Technical Training Institute Barishal

Computer Operation, Level-2 under BTEB

জেনারেল কেয়ারগিভিং কোর্সে বয়স্ক, অসুস্থ্য, অক্ষম ব্যক্তিদের প্রত্যেকের আলাদা আলাদা ভাবে সংক্ষিপ্ত সেবা প্রদান সম্পর্কিত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে।

কোর্সটি যেভাবে সাজানো হয়েছে,

# ৫০+ ক্লাস
প্রতিটি বিষয়ের উপর রিটেন এর পাশাপাশি প্রাক্টিক্যাল ক্লাস এবং প্রতিটি প্রাক্টিক্যাল আলাদা আলাদা অনুশীলন এর সুযোগ।

# ১০+ ফরমেটিভ এ্যাসেসমেন্ট
রিটেন এবং প্রাক্টিক্যালের জন্য আলাদা আলাদা এ্যাসেসমেন্ট ব্যাবস্থা এবং প্রয়োজন অনুযায়ী ভুল সংশোধনের জন্য আলাদা আলাদা সময় ও সুযোগ।

# সীট
প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ এবং এ্যাসেসমেন্ট ভিত্তিক সীট প্রদান এবং প্রতিটি সীট ভিত্তিক আলোচনা ক্লাস।

Computer Operation, Level-2 under BTEB
  •  দীর্ঘ ৩৬০ ঘন্টার রেগুলার ক্লাস
  •  প্রতি সপ্তাহে ৬ দিন ক্লাস
  • প্রতিটি বিষয়ের উপর আলাদা আলাদা প্রাক্টিক্যাল ক্লাস।
  •  মোট ১০+ টি ফরমেটিভ এ্যাসেসমেন্ট
  •  প্রতি বিষয়ের উপর আলাদা আলাদা রিটেন টেস্ট
  •  প্রয়োজন অনুযায়ী এ্যাসেসমেন্ট ভিত্তিক সীট
  •  একটি করে খাতা, কলম, এ্যাপ্রো

কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে       +880 1314-190733

কোর্সটি করে যা শিখবেন

  1.  প্রতিটি বিষয়ের উপর আলাদা আলাদা জ্ঞান অর্জন, বিশেষ করে বিভিন্ন প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান অর্জন।
  2.  ভাইটাল সাইন যেমন, ব্লাড প্রেশার, পাল্স, টেম্পারেচার ইত্যাদি পরিমাপের পদ্ধতি এবং সম্পর্কিত জ্ঞান অর্জন।
  3. ব্লাড সুগার পরিমাপ পদ্ধতি এবং সম্পর্কিত জ্ঞান অর্জন।
  4. প্রেসক্রিপসন ম্যানেজমেন্ট সম্পর্কিত জ্ঞান অর্জন।
  5. ক্ষত ড্রেসিং সম্পর্কিত জ্ঞান অর্জন।
  6.  বিভিন্ন রোগ ও রোগের লক্ষণ সম্পর্কিত জ্ঞান অর্জন।
  7. ফিজিওথেরাপি সম্পর্কিত প্রথমিক ধারণা।
  8. বি এম আই , বি এম আর এবং পুষ্টি চাহিদা সম্পর্কিত জ্ঞান অর্জন।
  9. বিভিন্ন নমুনা সংগ্রহ পদ্ধতি সম্পর্কিত জ্ঞান অর্জন।
  10. কাউন্সিলিং এবং মোটিভেশান সম্পর্কিত প্রাথমিক ধারণা অর্জন।
  11. এছাড়াও এমন আরও অনেক বিষয়ের উপর প্রথমিক ধারণা অর্জন।
  12. এ্যাসেসমেন্ট পদ্ধতি সম্পর্কিত জ্ঞান অর্জন তো থাকছেই